
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই: 'কাই পো ছে' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছেন রাজকুমার রাও। ডেবিউ দিয়েই বুঝিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোঁড়া। সম্প্রতি তাঁর 'শ্রীকান্ত' ছবি দেখেও প্রশংসায় পঞ্চমুখ বলিউড। অক্ষয় কুমার তাঁকে বলিউডে অভিনয় নেওয়ার ক্লাস শুরু করার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অথচ, কেরিয়ারের শুরু দিকে স্টারকিডদের জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না রাজকুমার রাও! এমনই বিস্ফোরক তথ্য তিনি প্রকাশ্যে এনেছেন ছবির প্রচারের সময়। ঠিক কী হয়েছিল?
এই মুহূর্তে জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁর আসন্ন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন রাও । ছবিটি ৩১ মে বড় পর্দায় মুক্তি পাবে। শরণ শর্মা পরিচালিত রোমান্টিক স্পোর্টস ড্রামা ছবিটি জি স্টুডিওস এবং ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত।
সম্প্রতি, প্রযোজক করণ জোহরের সঙ্গে একটি কথোপকথনের সময়, রাজকুমার জানিয়েছেন, অভিনয় যাত্রার শুরুর দিকের কথা। এমনকি তিনি প্রকাশ করেছেন যে স্টারকিডদের জন্য তিনি কাজ পাচ্ছিলেন না ইন্ডাস্ট্রিতে।
স্টার কিড সম্পর্কে এমন কথা শুনে ফোঁস করে ওঠেন করণ। বহিরাগতরা কীভাবে স্টারকিড সম্পর্কে কথা বলেন সে বিষয়ে পরিচালক ও প্রযোজক জানিয়েছেন, শিরোনাম করার জন্য এটিকে টোল হিসাবে ব্যবহার করেন অনেকে। করণের কথায়, ''অত্যন্ত সফল ব্যক্তিরা অনেক সময় বলেন আমি একজন বহিরাগতের মতো শিকার হয়েছি এবং স্টারকিডদের কাছে সুযোগ হারিয়েছি'। কেউ বলেন আমি পার্টিতে যাইনি তাই ভূমিকা পাইনি। আমি জানি না কোন পার্টিতে চলচ্চিত্রের জন্য লেনদেন হয় ।”
এর উত্তরে রাও বলেন, ''আমি যখন মুম্বইতে আসি, আমাকে বলা হয়েছিল যে আপনাকে পার্টিতে যোগ দিতে হবে।'' অভিনেতার মতে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করা কোনও সমস্যা নয়। তবে একটি পার্টিতে গিয়ে বলা, 'হাই আমি যোগাযোগ করতে এখানে এসেছি'- এটা নিঃসন্দেহে বিরক্তিকর। অনেক সময় এরকম যোগাযোগ করেও ছবি পাননি রাও। পরে জেনেছেন কাজটি কোনও স্টারকিড করছেন।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?